সাতক্ষীরা কালীগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে "আমার ব্লাড ডোনেট ফাউন্ডেশন" এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকাল ৫ টায় উপজেলার নাজিগঞ্জে ফাউন্ডেশনের সভাপতি (ভারঃ) ওলিউর রহমানের সভাপতিত্বে ও জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সিনিঃ সহ সভাপতি সাঈদ মেহেদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল, সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারী সুকুমার দাশ বাচ্ছু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু, জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমান, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক এপিপি এ্যাডঃ হাবিব ফেরদাউস শিমুল, সহ সভাপতি আব্দুস সোবহান, ইউপি সদস্য মোদাচ্ছের হোসেন ও ইউপি সদস্য নুর মোহাম্মাদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট সাংবাদিক ইমরান আলী। প্রতি বছরের ন্যায় এবছরেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে জনপ্রতিনিধি, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, পেশাজীবিসহ শতশত ধর্মপ্রাণ মুসুল্লির অংশগ্রহনে ইফতারি মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
0 coment rios: