সোমবার, ১ এপ্রিল, ২০২৪

দাকোপের বাজুয়ায় আসমা, রনি ও জ্যোৎস্না বেগমের শাস্তির দাবিতে মানব বন্ধন ও প্রতিবাদ সভা

 


স্বপন কুমার রায়: খুলনার দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়নের চুনকুড়ি বাজারে মাদক ব্যবসায়ী, চোরাচালানি, দেহ ব্যবসায়ী ও অসামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছমা বেগম, রনি ও জ্যোসনা বেগম গংদের বিরুদ্ধে মানববন্ধন করেছে বাজুয়ার সর্বস্তরের জনগণ। 

আজ ১ লা এপ্রিল সোমবার বিকাল পাঁচটারদিকে উপজেলার বাজুয়া চুনকুড়ি গ্রামের স্থানীয় জনগণের উদ্দ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধনে শত শত নারী পুরুষেরা অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে বক্তৃতা করেন, বাজুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মির্জা সাইফুল ইসলাম টুটুল, দাকোপ রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও যুবলীগ নেতা রতন কুমার মন্ডল, বাজুয়া ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাফিজুল মুন্সি, মিলন মির্জা, প্রমুখ। 

বক্তারা বলেন, বাজুয়া চুনকুড়ি গ্রামে মাদকের আস্তানা গড়ে তুলে শিশু-কিশোরদের বিপথগামী করছে মাদক ব্যবসায়ীরা এর প্রতিবাদ করলে গ্রামের মানুষজনের ওপর হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এই চক্রটি।

এসব ব্যবসায়ীর কারণে প্রায় ঘরে আজ অশান্তির আগুন জ্বলছে। দিনদিন বেপরোয়া হয়ে উঠেছে মাদক ব্যবসায়ীরা। বিপথগামী করছে শিশু কিশোর তরুন প্রজম্ম কে। এর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: