মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধিঃ ভোলার লালমোহনে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজ, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে লালমোহন উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এই চেক বিতরণ করা হয়। উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, সহকারী কমিশনার ভূমি এমরান মাহমুদ ডালিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মাসুদ প্রমুখ।
এসময় ২৪ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে মোট ১২ লাখ টাকার চেক প্রদান করা হয়।
0 coment rios: