শনিবার বিকেল তিনটায় ঢাকার একটি মিলনায়তনে এই সংবর্ধনা জানানো হয়।
এসময় সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী (শাওন)এমপি কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, মহেষখালী ফজর আলী দাখিল মাদ্রাসার সদ্য নিয়োগকৃত সুপার মাওলানা মোঃ মোস্তফা।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন লালমোহন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবু জাফর মোঃ মাঈন উদ্দিন, অধ্যক্ষ, চতলা হাশেমিয়া মজিদিয়া ফাজিল মাদ্রাসা, যুগ্ম সম্পাদক, মাওলানা মোঃ শফিউল্লাহ, অধ্যক্ষ, ভেদুরিয়া সেরাজিয়া ফাজিল মাদ্রাসা, সাংগঠনিক সম্পাদক, মাওলানা মোঃ আল আমিন বিশ্বাস, সুপার, চর ছকিনা দাখিল মাদ্রাসা, সহ সাংগঠনিক সম্পাদক, মাওলানা মোঃ ইব্রাহিম খলিল সুপার, আব্দুল মোতালেব মিয়া দাখিল মাদ্রাসা, সহ-সম্পাদক, সুপার সাফিয়া খানম বালিকা দাখিল মাদরাসা মাওলানা মোঃ মুহিবুল্লাহ প্রমূখ। এসময় এমপি শাওন বলেন, শিক্ষার উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। শিক্ষকদের বেতন ভাতা ভিত্তি করেছেন। তাই লালমোহনের শিক্ষার গুণগত মান উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে। নকল মুক্ত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশ ঘটিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি উপযোগী করে গড়ে তুলতে হবে । এজন্য ছাত্র-শিক্ষক অভিভাবক সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান এমপি শাওন।
0 coment rios: