সুজন আলী, রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারন প্রকল্পের আওতায় ২০২৪ চলতি অর্থবছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে রানীশংকৈল উপজেলা পাট অধিদপ্তর অফিস চত্বরে এ বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
রানীশংকৈল উপজেলায় ২ হাজার ৪০০ জন কৃষকের মাঝে প্রতি জনকে ১ কেজি করে পাট বীজ, ৬ কেজি ইউরিয়া, ৩কেজি টিএসপি, ৩ কেজি এমওপি বিতরণ করা হবে।
এ সময় রানীশংকৈল উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহিদুল ইসলাম,জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার মালাকার, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম ও সুবিধাভোগী কৃষকেরাও উপস্থিত ছিলেন।
0 coment rios: