স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান: খুলনার দাকোপের সুতারখালী ও কামার খোলা
ইউনিয়নে নির্মিত হরিংবোনবন্ড (এইচবিবি)প্রকল্পের রাস্তার উদ্বোধন করা হয়েছে। ৩১ মার্চ রোববার সকাল ১১ টারদিকে ওই রাস্তা দু,টির শুভ উদ্বোধন করেন খুলনা -১ আসনের সংসদ সদস্য ননীগোপাল মন্ডল। গ্রামীণ জনপদ টেকসইকরণেরলক্ষে হেরিংবোনবন্ড।
দ্বিতীয় পর্যায়ে প্রকল্পের আওতায় দুর্যোগ ব্যবস্হাপণা অধিদপ্তরের বাস্তবায়নে এই রাস্তা নির্মান করা হয়েছে।উপজেলা পিআইও'র
কার্যলয় সূত্রে মতে ২০২৩-২৪ অর্থবছরের এইচ বিবি প্রকল্পের আওতায় সুতারখালী ইউনিয়নের গুনারী খোকন হালদারের বাড়ী হতে পীপঙ্কর মন্ডলের বাড়ী পযন্ত ১ হাজার ৫০০ মিটার ও কামারখোলা ইউনিয়নের সিমানা হতে গুনারী গোড়া পযন্ত ১হাজার ৫০০ মিটার ইটসোলিংএর তিন কিলো মিটার রাস্তা নির্মাণ করা হয়েছে। যারব্যয়ধরাহয়েছে। ২ কোটি ৩২ লাখ ৩৪ হাজার ৯০০ টাকা।
উদ্বোধনী সভায় প্রধান অতিথি স্হানীয় সদস্য সদস্য ননী গোপাল মন্ডল। এই সময় তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন এর প্রতিক হিসাবে বিশেষ করে টেকসই উন্নয়নে বর্তমান সরকার খুব তৎপর। যা বিগত কোন সরকার করেনাই, এর সুফল জনগণ যুগেযুগে পেতে থাকবে এ সময় উপস্হিত ছিলেন উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল কাদের,উপজেলা খাদ্যনিয়ন্ত্রক অনিন্দ্র কুমার দাশ,সুতারখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুমআলী ফকির,অসিত সাহা গাজী সাইফুল ইসলাম, সহ আরো অনেকে।
0 coment rios: