এস এম মাসুদ রানা (দিনাজপুর) প্রতিনিধি- শনিবার (৯ই মার্চ) সকাল ১১ ঘটিকায় আইন-শৃঙ্খলা রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে দিনাজপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে যথাযোগ্য মর্যাদায় পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪ পালিত হয়েছে । কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান দিনাজপুর জেলার পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, পিপিএম (বার)। দিনাজপুর জেলার র্যাব,সিআইডি, পিবিআই সহ সকল ইউনিট কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মৃতির উদ্দেশ্যে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে ১ মিনিট নীরবতা পালনসহ তাদের আত্নার মাগফেরাত কামনা করা হয়।
এ সময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, নিহত পুলিশ সদস্যদের স্বজনরা উপস্থিত ছিলেন। পরে পুলিশ লাইন্স হলরুমে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদের (পিপিএম) সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার ৩৫ জন জীবন উৎসর্গকারী পুলিশ পরিবারের সদস্যদের হাতে জেলা পুলিশের পক্ষ হতে উপহার প্রদান করা হয় এবং মতবিনিময় সভা শেষে সকলেই প্রীতিভোজে অংশগ্রহণ করেন।
0 coment rios: