রায়হান জোমাদ্দার স্টাফ রিপোর্টার: ঢাকাস্থ নলছিটি উপজেলা ছাএকল্যাণ সমিতির, পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) ঢাকাস্থ নলছিটি উপজেলা ছাত্রকল্যাণ সমিতি' র আয়োজনে ঢাবি সমাজবিজ্ঞান অনুষদের মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে ইফতার মাহফিল ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (অব.) একেএম শামসুল আরেফিন নতুন কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন।
সংগঠনের সভাপতি শারমিন আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মু. আ. হামিদ জমাদ্দার, সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, অধ্যাপক ড. মু. মশিউর রহমান, ভিসি, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, গোলাম রব্বানী চিনু, সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ, মু. নজির হোসেন খান খোকন, অধ্যাপক ও সহকারী প্রক্টর, ঢাবি, মু. মনিরুজ্জামান তালুকদার (খোকন), যুগ্ম সচিব, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়, শেখ ওয়ালী আসিফ ইনান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ এবং সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এর মধ্যে রফিক রায়হান, রেজাউল করিম সিকদার, শফিকুল ইসলাম, রাজিউর রহমান রাজিব, সাইফুল ইসলাম, ওবায়দুর রহমান ফরহাদ, মহিবুল্লাহ্ কায়সার পান্না, বাদল রশিদ খান, সোহেল রানা, এম নাইমুর রহমান, আসাদুজ্জামান আসাদ প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মু. রায়হান ব্যাপারী।
0 coment rios: