সুরাইয়া পারভীন সাথী: চুয়াডাঙ্গায় সর্বস্তরে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথেষ্ঠ ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়েছে। এ উপলক্ষে দেশের ঐতিহ্যবাহী ও অন্যতম রাষ্ট্রায়ত্ব শিল্প প্রতিষ্ঠান এবং চুয়াডাঙ্গার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান দর্শনার কেরু এন্ড কোম্পানী চিনিকলে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। এদিন সকাল আটটার সময় কেরু চিনিকল মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে জাতীয় ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। পতাকা উত্তোলন করেন কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. মোশাররফ হোসেন ও মহাব্যবস্থাপক (প্রশাসন) ইউসুফ আলী। সকাল সাড়ে আটটার সময় কেরুজ ক্লাবমাঠে কেরুজ নিরাপত্তা বাহিনী ও কেরু উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের করা মনোমুগ্ধকর ডিসপ্লে ও সালাম গ্ৰহন করেন মো.মোশারফ হোসেন। এরপর কেরুজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে খাবার ও ফলমূল বিতরন করা হয়। সবশেষে কেরু চিনিকলে কর্মরত মুক্তিযোদ্ধার সন্তানদের সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এসকল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াসির আরাফাত মিলন, মহাব্যবস্থাপক (অর্থ) আব্দুস সাত্তার, মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভূঁইয়া, মহাব্যবস্থাপক (ডিষ্ট্রিলারী) রাজিবুল হাসান, মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার সাহা, সহ-মহাব্যবস্থাপক (সম্প্রসারণ) মাহবুবুর রহমান, সহ-ব্যবস্থাপক (প্রশাসন) নুরুল হাসান, কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতা আলমগীর রহমান, খবির উদ্দিন, আমিরুল ইসলাম, ওয়াস করনী,কনক, আবুল হোসেন, ফরহাদ সিডিএ, ইকবাল রেজা,নাজিম উদ্দীন,ওমর ফারুক,জাহাঙ্গীর,নজরুল ইসলাম হিরক,মানিক, মুকিযোদ্ধা সাংস্কৃতিক কমান্ডের পরিচালক শেখ সাজু,প্রমুখ।
0 coment rios: