লালমনিরহাট প্রতিনিধি: অসাম্প্রদায়িক মানবিকসমাজ বিনির্মাণ আমাদের অন্যতম লক্ষ্য একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সমসাময়িক প্রেক্ষিতে মতবিনিময় সভা ও নবাগত কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) বিকাল ৫ ঘটিকায় লালমনিরহাট পৌরসভার গোশাল বাজার সংলগ্ন মরহুম বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেনের বাসায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল লালমনিরহাট জেলা কমিটির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. ময়জুল ইসলাম ময়েজের সঞ্চালনায় সহ-সভাপতি মনছুর আলী সরকারের সভাপতিত্বে সেখানে উন্মুক্ত আলোচনা হয়।
বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল লালমনিরহাট জেলা কমিটির প্রচার ও গণমাধ্যম সম্পাদক হেলাল হোসেন কবির, যুগ্ম সম্পাদক এ্যাড. ইকবাল হোসেন মামুন, সদস্য রিয়াজুর হক সরকার, ডাঃ আশিক ইকবাল মিলন, স্বপ্না জামান, এ্যাড. চিত্ত রঞ্জন রায় মন্টু, সুপেন দত্ত প্রমুখ।
আলোচনা শেষে এ্যাড. ময়জুল ইসলাম ময়েজ সভাপতি, এ্যাড. ইকবাল হোসন মামুন সাধারণ সম্পাদক ও হেলাল হোসেন কবিরকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ বিশিষ্ট লালমনিরহাট জেলা নবাগত কমিটির ঘোষণা করা হয়।
0 coment rios: