রবিবার, ১৭ মার্চ, ২০২৪

জাতীয় শিশু দিবস উপলক্ষে লেডিস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাকিব হোসেন ঢাকা : আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষে দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি, ইফতার ও দোয়া মাহফিল করেছে ঢাকা লেডিস ক্লাব।

রোববার (১৭ মার্চ) রাজধানীর লেডিস ক্লাব সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় ঢাকা লেডিস ক্লাবের সভাপতি আনিসা হক বলেন, বঙ্গবন্ধুর আদর্শ যাতে শিশুরা ধারণ করতে পারে সেই দিকে অভিভাবকদের লক্ষ্য রাখা প্রয়োজন। যাতে করে আজকের শিশুরাই আগামীর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে পারে। যত ভালো করে শিশুদের যত্ন নেবেন, ততই উন্নত জাতি হিসেবে গড়ে উঠবে আগামীর বাংলাদেশ। এই দিনে শিশুদের কল্যাণে কথা বলা প্রয়োজন। প্রকৃতপক্ষে, শিশু দিবস শুরু করার আসল উদ্দেশ্য ছিল শিশুদের চাহিদাকে স্বীকৃতি দেওয়া, তাদের অধিকার রক্ষা করা এবং তাদের শোষণ রোধ করা। এর উদ্দেশ্য ছিল যাতে শিশুরা ঠিকভাবে বড় ও প্রতিষ্ঠিত হতে পারে। তাই আগামীর বাংলাদেশ গঠনে সকল অভিভাবকদের শিশুদের প্রতি আন্তরিক যত্ন নেওয়ার আহবান জানান তিনি। 

সাধারণ সম্পাদক মনোয়ারা তাহির বলেন, শিশুদের মনন বিকাশে সকল অভিভাবকদের খেয়ালে রাখতে হবে। তাদের বেড়ে ওঠা স্মরণে রাখতে হবে, যাতে তাদের বিকাশ শক্তি দেশ গঠনে বিশেষ ভূমিকা রাখতে পারে। তাদের সাথে বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক গড়তে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি অধ্যাপক শবনম সুলতানা, রুবাবা জলিল ও সমাজ কল্যাণ সম্পাদক নিলু বিলকিস রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ ও শিশুরা উপস্থিত ছিলেন।

ঢাকা লেডিস ক্লাবের দ্বারা পরিচালিত কুসুমকলি স্কুলের শিশুরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিশুদের নিয়ে ছিল বিভিন্ন খেলা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: