সোমবার, ১১ মার্চ, ২০২৪

কিশোরগঞ্জে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ টাকা সহ গ্রেফতার - ৫


লিপন খান, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ৩৩,২৯০/- (তেত্রিশ হাজার দুইশত নব্বই) টাকাসহ সদর থানা এলাকা হতে ০৫ জন গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। 

কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিঃ)/ফারুক আহম্মেদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ১০/০৩/২০২৪ খ্রি: ০৭.১০ ঘটিকায় কিশোরগঞ্জ সদর থানাধীন বৌলাই ইউপির হাবিব নগর সাকিনস্থ জনৈক হাজী আইয়ুব আলীর এর কলা ক্ষেতের ভিতর অভিযান পরিচালনা করে আসামি ০১। মোঃ নুরুল্লা (৫৪), পিতা: আঃ রশিদ, সাং- বৌলাই হাবিব নগর, ২। কামাল (৪৫), পিতা-মৃত আঃ রহমান, সাং- আমাটি শিবপুর, ৩। ইছমদ্দিন (৫৫), পিতা- মৃত শমসের আলী, সাং- আমাটি শিবপুর, সর্বথানা- কিশোরগঞ্জ সদর, ৪। ফজলু (৫৩), পিতা- মৃত খোরশেদ, সাং- নয়াকান্দি, করিমগঞ্জ পৌরসভা ০৮ নং ওয়ার্ড, ৫। মোখলেছ (৪০), পিতা- মৃত আবুল সরকার, সাং-করিমগঞ্জ বাজার, মৌদকপাড়া পৌরসভা ০৫ ওয়ার্ড, উভয় থানা- করিমগঞ্জ সর্ব জেলা- কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামিদের হেফাজতে থাকা জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ৩৩,২৯০/- (তেত্রিশ হাজার দুইশত নব্বই )  উদ্ধার করে এবং তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়। এ ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় জুয়া আইনে প্রসিকিউশন মামলা রুজু করা হয়েছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: