নিজস্ব প্রতিবেদক,ভোলা: বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে (১৭ মার্চ ২০২৪) রবিবার সকাল ০৯.১৫ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ভোলা জেলা প্রশাসন,ভোলা জেলা পুলিশ,ভোলা জেলা স্বাস্থ্য বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৪” উদযাপন করেছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৪” উপলক্ষে
ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে ভোলা জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান,ভোলা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম,ভোলা জেলা সিভিল সার্জন ডাক্তার কে.এম শফিকুজ্জামান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর প্রতি সন্মান প্রদর্শণ করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস- ২০২৪ উদযাপন উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম,ভোলা জেলা সিভিল সার্জন ডাক্তার কে.এম শফিকুজ্জামান,ভোলা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব,ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক(রেবিনিউ) তামীম আল-ইয়ামিন,অতিরিক্ত প্রশাসক মোঃ রিপন কুমার সাহা,অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হুসাইন,ভোলার অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান,সদর উপজেলা নিবাহী কর্মকতা সজল চন্দ্র দে,ভোলা সদর মডেল থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া সহ জেলা প্রশাসক,জেলা পুলিশ ও বিভিন্ন দপ্তরের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।
0 coment rios: