এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার পরিষদ সভাকক্ষে উপজেলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, উপজেলা প্রকৌশলী আতাউর রহমান, থানার তদন্ত (ওসি) মমিনুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল চক্রবর্তী, মৎস্য কর্মকর্তা কাউসার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশারত জাহান, সহকারি প্রোগ্রামার কর্মকর্তা পাপিয়া নাসরিন, সিনিয়র সাংবাদিক হাফিজ উদ্দিন সরকার, প্রশাসনিক কর্মকর্তা আসমা বানু প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,সুধীজন ও জনপ্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। গণহত্যা দিবসে স্বাধীনতা যুদ্ধে সকল মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী যাহারা নিহত হয়েছেন তাদের বিদায়ী আত্মার মাগফেরাত কামনায় ও দেশের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন বলেন, আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা মুছে দেওয়ার চেষ্টায় ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা শুরু করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী।
এদিন মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীলনকশা অনুযায়ী বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালীদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে।
যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
0 coment rios: