চুয়াডাঙ্গা প্রতিনিধি : মাহে রমজান উপলক্ষে প্রান্তিক নারীদের মাঝে ২৫ টাকা কেজি চাউলসহ ১০ প্রকার খাদ্য সামগ্রি অর্ধেক দামে বিক্রি করলো চুয়াডাঙ্গা নারী কল্যাণ সমিতি(পুনাক)।
রবিবার সকাল ১১ টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইনে নারী কল্যাণ সমতির সভানেত্রী জান্নাতুল ফেরদৌস ও উপদেষ্টা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, (পিপিএম-সেবা) সপ্তাহব্যাপী সাশ্রয়ী এ বাজার কর্মসূচীর শুভ উদ্বোধন করেন।
সপ্তাহব্যাপী এ কর্মসূচীর শুভ উদ্বোধনী দিনে শতাধিক প্রান্তিক দরিদ্র নারী ১০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী অর্ধেক মূল্যে ২৫ টাকা কেজি চাউল,৪০ টাকা কেজি ডাল,৮০ টাকা কেজি তেল,৬৮ টাকা কেজি চিনি,১৫ টাকা কেজি আলু, ২৮ টাকা কেজি পে্ঁয়াজ,৫০ টাকা কেজি ছোলা, ৬৪ টাকা কেজি মুড়ি, ৪৫ টাকা কেজি বেসন ও ৮৫ টাকা কেজি খেজুর কিনতে পারেন। দরিদ্র নারীরা জানান, বাজার মূল্যের চেয়ে অর্ধেক মূল্যে পুলিশ নারী কল্যাণ সমিতির পক্ষ থেকে ক্রয় করতে পেরে তারা খুশি এবং এ উদ্যাোগ অব্যাহত রাখার আবেদন জানান।
পিনাকের সভানেত্রী ও পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান,( পিপিএম-সেবা)এর পত্নী জান্নাতুল ফেরদৌস জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে চুয়াডাঙ্গার দরিদ্র নারীদের পাশে দাড়িয়েছি এবং তাদেরকে বাজার মূল্যের তুলনায় অর্ধেক মূল্য সপ্তাহব্যাপী সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রয় করা হবে। এসময় উক্ত সমিতির উপদেষ্টা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, ( পিপিএম-সেবা) জানান, পুনাকের এ কার্যক্রমে পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা করেছে। তিনি বলেন প্রথম দিনের সাশ্রয়ী বাজারে যে সাড়া পেয়েছি তা আমাদের ভালো লেগেছে কারণ দরিদ্র মানুষের বাজার মূল্যের তুলনায় অর্ধেক মূল্যে কিনছে তারা দান বা সাহায্য নিচ্ছে না। সপ্তাহব্যাপী এ সাশ্রয়ী বাজার থেকে সকল দরিদ্র মানুষ তার ইচ্ছেমত ১০টি পন্য অর্ধেক মূল্যে কিনে উপকৃত হবেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের সিনিয়র অফিসারগন।
0 coment rios: