সোমবার, ১১ মার্চ, ২০২৪

শাহজাদপুরে অবৈধ ইটভাটায় অভিযান, ৪৬ লাখ টাকা জরিমানা



শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: শাহজাদপুরে অনুমোদনহীন ৯টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪৬ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। রোববার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের বিভিন্ন স্থানে এসব অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ। এ সময় তাকে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. আব্দুল গফুর।


এ সময় অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে গাঁড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলামের মালিকানাধীন MRM, SRM এবং NRM ব্রিকসকে মোট ১৮ লাখ টাকা, আব্দুস সালাম ব্যাপারীর MSB ব্রিকসকে ৬ লাখ টাকা, মো. আলমাসের ABM ব্রিকসকে ৬ লাখ টাকা, মো. নান্নু মিয়ার KBM ব্রিকসকে ৪ লাখ টাকা, মো. রফিকুল ইসলামের MMH এবং MNH ব্রিকসকে ৭ লাখ টাকা এবং আব্দুল বাতেনের মালিকানাধীন ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। সর্বমোট জরিমানার পরিমাণ ৪৬ লাখ টাকা।


অভিযান চলাকালীন সরেজমিনে গিয়ে দেখা যায়, কোন কোন ইটভাটায় বেকুমেশিন দিয়ে ইট তৈরির চুল্লি ও কিছু স্থাপনা ভেঙে দেয়া হচ্ছে। আবার কোন কোনটির ক্ষেত্রে ভাঙা হচ্ছে না। এ বিষয়ে জানতে চাইলে অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ নানা অযুহাতে সাংবাদিকদের এড়িয়ে যান।


এমনকি অভিযান শেষেও তিনি অভিযানের কোন তথ্য দিতে আপত্তি জানান। একপর্যায়ে সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে তার অনুমতি সাপেক্ষে পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. আব্দুল গফুর অভিযানের বিষয়ে কথা বলেন।


তিনি জানান, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের একশ দিনের বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা কিংবা প্রয়োজনীয় অনুমোদন বিহীন অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে নয়টি ইটভাটা থেকে মোট ৪৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি মালিকপক্ষ থেকে ভাটা চালাবেন না মর্মে মুচলেকা নেয়া হয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: