শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

অবশেষে ২৯ পণ্যের দাম নির্ধারণ করে দিল সরকার

 


স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান: ২৯ পণ্যের দাম বেঁধে দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে কৃষি বিপণন অধিদপ্তর।প্রজ্ঞাপন বলা হয়েছে, পেঁয়াজ ৬৫, ছোলা ৯৮,ব্রয়লার ১৭৫,গরুর মাংস ৬৬৫ ও খাসির মাংস ১০০৩ টাকা নির্ধারিত হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) এই প্রজ্ঞাপন জারি করা হয়। এতে আরও বলা হয়, খুচরা পর্যায়ে কেজিতে কাতল মাছ ৩৫৩ টাকা, পাংগাস মাছ ১৮০ টাকা, ডিম ১০ টাকা ৪৯ পয়সা, দেশি রসুন ১২০ টাকা, কাচামরিচ ৬০ টাকা, আদা ১৮০ টাকা, আলু ২৮ টাকা, জাহিদী খেজুর ১৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া প্রতি কেজি মুগডাল ১৬৫ টাকা, মাসকালাই ১৬৬ দশমিক ৫, মসুর ডাল (উন্নত) ১৩০ দশমিক ৫, মসুর ডাল (মোটা) ১০৫ দশমিক ৫, খেসারির ডাল ৯২ দশমিক ৬১, শুকনো মরিচ ৩২৭, বাধাকপি ২৮, ফুলকপি ২৯, বেগুন ৪৯ দশমিক ৭৫, শিম ৪৮, টমেটো ৪০, মিষ্টিকুমড়া ২৩, চিড়া ৬০, সাগর কলা (হালি) ২৯ দশমিক ৭৮, বেসন ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

সেই তালিকায় মুগ ডাল পাইকারি পর্যায়ে ১৫৮ টাকা ৫৭ পয়সা, যা খুচরা পর্যায়ে দাম নির্ধারণ করা হয়েছে ১৬৫ টাকা ৪১ পয়সা। আমদানিকৃত ছোলার খুচরা মূল্য ৯৮টাকা ৩০ পয়সা, খেসারির ডাল ৯২টাকা ৬১ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এদিকে, খুচরা পর্যায়ে কেজিপ্রতি গরুর মাংসের দাম ৬৬৪ টাকা ৩৯ পয়সা, ছাগলের মাংস এক হাজার তিন টাকা ৫৬ পয়সা, ব্রয়লার মুরগি ১৭৫ টাকা ৩০ পয়সা, সোনালি মুরগি ২৬২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে, ডিমের দাম ১০ টাকা ৪৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বেশ কিছু মাছের দামও নির্ধারণ করে দিয়েছে সরকার। চাষের পাঙ্গাস ১৮০টাকা ৮৭ পয়সা এবং চাষের কাতল মাছ ৩৫৩ টাকা বেঁধে দেওয়া হয়েছে।

এ ছাড়া দেশি পেঁয়াজ ৬৫টাকা ৪০ পয়সা, দেশি রসুন ১২০টাকা ৮১ পয়সা, কাঁচামরিচ ৬০ টাকা ২০ পয়সা নির্ধারণ করেছে সরকার।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: