খলিলুর রহমান,সাতক্ষীরা : সাতক্ষীরা ভোমরা স্থল বন্দরে বিজিবি অভিযানে কাভার্ড ভ্যান থেকে নয় বোতল মদ ভারতীয় উদ্ধার হয়েছে। ৭ মার্চ বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটায় গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ১১ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি। এ ঘটনায় ট্রাকের ড্রাইভার আলামিনকে আটক করা হয়েছে।
জানা গেছে, ভোমরা স্থল বন্দরের আমদানি ও রপ্তানিকারক এ্যাসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক জাকির হোসেন মন্টুর রাজ ট্রেডিং এর পন্যবাহী ট্রাক ঘোজাডাঙ্গায় মাল খালাস করে। ফিরতি পথে ট্রাকের বালতিতে লুকিয়ে ৯ বোতল ভারতীয় মদ নিয়ে আসা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ভোমরা ক্যাম্প অভিযান চালিয়ে ১১ বোতল ভারতীয় মদ সহ ট্রাক ড্রাইভার আলামিনকে আটক করে।
ভোমরা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার জাহিদ সিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকটিতে অভিযান চালিয়ে নয় বোতল মদ সহ আল আমিনকে আটক করা হয়। পরে তাকে সাতক্ষীরা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে রাজ ট্রেডিং এর স্বত্বাধিকারী জাকির হোসেন মন্টুর মোবাইল ফোনে রাত আটটা ও সাড়ে আটটার সময় কল দিলেও সংযোগ পাওয়া যায়নি।
0 coment rios: