রবিবার, ৩১ মার্চ, ২০২৪

ঈদগাঁও আইন-শৃঙ্খলা কমিটির সভায়যে বার্তা দেয়া হল

 


রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার: উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা রবিবার (৩১ মার্চ)  ঈদগাঁওতে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ঈদগাঁও, সুবল চাকমা। এতে আলোচনা করেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা, ইসলামাবাদ চেয়ারম্যান মোঃ নুর সিদ্দিক, আলমাছিয়া ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ হেফাজত উল্লাহ নদভী, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার শামসুল হুদা, প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, উপজেলা সমবায় অফিসার মোঃ ইলিয়াস মিয়া, শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক রিফাতুল ইসলাম সহ সংশ্লিষ্টরা। সভায় বিগত মাসের উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

এতে আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে মতামত গ্রহণ করা হয়। এছাড়াও উপজেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য তুলে ধরা হয়। 

অন্যদের মধ্যে ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হারুন উর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (অঃ দাঃ) মোঃ সাইফুর রহমান, উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল ইসলাম, মেহেরঘোনা বিটের বিট কর্মকর্তা কে, এম, ফিরোজ কবির, খাদ্য নিয়ন্ত্রকের প্রতিনিধি কামরুল ইসলাম, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপন বড়ুয়া,  বিএডিসি (সেচ) এর উপ-সহকারী প্রকৌশলী শওকত আলী সবুজসহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তর সমূহের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও অন্যান্যরা।

শেষে উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: