মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

রমজানের প্রথমদিনে কালিগঞ্জে এতিমদের সাথে ইফতার করলেন আতাউল হক দোলন

 সাতক্ষীরা কালীগঞ্জ প্রতিনিধি:পবিত্র মাহে রমজানের প্রথমদিনেই কালিগঞ্জ উপজেলার জামি,আ এমদাদিয়া তা,লীমুল কোরআন মাদ্রাসার মসজিদে ইফতারি মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেণ সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন। মঙ্গলবার (১২ মার্চ) ইফতারপূর্ব আলোচনা  সভায় মাদ্রাসার মুহতামিম পীরে কামেল হযরত মাওলানা অজিহুর রহমানের সভাপতিত্বে অত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, সাবেক চেয়ারম্যান কাজী মোফাখ্খারুল ইসলাম নীলু, বিশিষ্ট আইনজীবী এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টুসহ  বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। এসময়ে বক্তব্যে সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন বলেন- আমার দেওয়া প্রতিশ্রুতি মোতাবেক পবিত্র মাহে রমজানের প্রথম দিনেই কালিগঞ্জে এতিমদের সাথে গন্যমান্যদের নিয়ে ইফতারি ও দোয়া মাহফিলে অংশগ্রহন করতে পেরে ধন্য হয়েছি। উন্নয়নের ক্ষেত্রেও আমি কালিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নকে প্রাধন্য দিয়ে অবদান রাখতে চাই। যে কোনো প্রয়োজনে সংসদীয় আসনের সকলে আমার সাথে নিঃসংকোচে দেখা ও মোবাইলে কথা বলতে পারবেন। আমি আপ্রাণ চেষ্টা করবো যতোদূর সম্ভব তার পাশে সহায় হয়ে দাঁড়াতে। বর্তমান জনবান্ধন সরকারের আমলে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: