মোঃ মজিবর রহমান শেখ, ১৮ মিনিটের বক্তব্যের মধ্য দিয়ে একটি দেশ স্বাধীনতা পাবে, এটা পশ্চিমা গোষ্ঠী ও পশ্চিম পাকিস্তানের কেউ বুঝতে পারেনি । ৭ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর ঐতিহাসিক ভাষণে বলেছিলেন বাঙালিকে দাবিয়ে রাখা যাবে না, সত্যিকারে বাঙালিকে আজ পর্যন্ত কেউ দাবিয়ে রাখতে পারেনি, পারবেও না বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও --২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন এমপি । বৃহস্পতিবার (৭ মার্চ) বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উদ্যাপন উপলক্ষ্যে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখিয়েছিলেন সোনার বাংলা গড়ার। সেই স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেও স্বাধীনতার সুফল ভোগ করছে সাধারণ মানুষ। স্মার্ট বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা চান তিনি।
এর আগে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফছানা কাওছারের সভাপতিত্বে, বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির, বালিয়াডাঙ্গী উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলেয়া পারভীন, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী,সহ-সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক এ্যাড. আবু হাসনাত বাবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা কৃষকলীগের সভাপতি মজিবর রহমান প্রমুখ, এতে বক্তব্য রাখেন। এ সময় বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে গত ০৬ মার্চ বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে চিত্রাঙ্কন, আবৃত্তি ও ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আলোচনা সভায় অংশ নেওয়া অতিথিরা।
0 coment rios: