স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান: দাকোপ উপজেলা পরিষদ নির্বাচনে কে সামনে রেখে আত্ন প্রকাশ করে গণ সংযোগ করেছেন নতুন প্রজন্ম এর যুবলীগ নেতা সাইফুল ইসলাম।সাইফুল ইসলাম আজ ১৫ মার্চ শতাধীক মোটর সাইকেল বহর নিয়ে নেতাকর্মি সমর্থক দের সাথে নিয়ে দাকোপের পোদ্দারগজ্ঞ, বাজুয়া,লাউডোব গণ সংযোগ, লিপলেট বিতরণ ও মত বিনিময় সভা করেছেন যুবলীগ নেতা সাইফুল ইসলাম।এসময় প্রার্থী সাইফুল ইসলাম বলেন,বঙ্গবন্ধুকণ্যাপ্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ এখন দৃশ্যমান।এখন লক্ষ স্মার্ট বাংলা দেশ গড়ার। আর এ জন্য প্রধানমন্ত্রী প্রয়োজনীয় সব পদক্ষেপই নিয়েছেন। দেশের সকল সেক্টরে ডিজিটালাইজেশনের মাধ্যমে সরকারি ও বেসরকারি পর্যায়ের প্রাত্যহিক কার্যক্রম পরিচালিত হচ্ছে এ স্মার্ট বাংলাদেশ গড়ার প্রধান সৈনিক হবে নতুন প্রজন্ম।
এসময় উপস্হিত ছিলেন,অ্যাড,কামরুজ্জামান, অসিত বরন সাহা,,অচিন্ত সাহা,তাপস হালদার,দেবব্রত মল্লিক,দেবাশীষ সরদার,হীরা গাজী,মাসুম গাজী,নিয়ামত শেখ,হারুন গাজী সহ আরো অনেকে।
0 coment rios: