বুধবার, ৬ মার্চ, ২০২৪

৭ই মার্চ ও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ঈদগাঁওতে প্রস্তুতি সভা

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার: ঐতিহাসিক ৭ই  মার্চ যথাযথ মর্যাদায় পালন করবে ঈদগাঁও উপজেলা প্রশাসন। অন্যদিকে আসন্ন পবিত্র মাহে রমজান সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের লক্ষ্যে ব্যাপক উদ্যোগ নিয়েছে ঈদগাঁও প্রশাসন। মঙ্গলবার বিকেলে এ উপলক্ষে পৃথক প্রস্তুতি সভা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা, ঈদগাঁও এর অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সাতই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, বঙ্গবন্ধুর উপর চিত্র প্রদর্শন সহ গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানসমূহে আলোকসজ্জা করা হবে। তিনি জানান প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর ও মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে এসব প্রতিযোগিতার আয়োজন করা হবে। ঈদগাঁও বাজারের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন ও তাতে পুষ্প স্তবক অর্পণ করা হবে। সংলগ্ন পাবলিক হল মিলনায়তনে সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিকেলে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বঙ্গবন্ধু বিষয়ক চিত্র প্রদর্শন করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন, পবিত্র মাহে রমজান সংযমের মাস। আল্লাহর সান্নিধ্য লাভের আশায় এ মাসে ধর্মভিরু মুসলমানরা পবিত্র রোজা পালন করে থাকেন। তাই এ মাসে খাদ্যে কোন প্রকার ভেজাল ও অনিয়ম করা যাবে না। রোজাদারদের উপযোগী ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন নিশ্চিতকরণে প্রয়োজনে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হবে। বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারে আগত ক্রেতা- বিক্রেতাদের সুস্ঠু কেনাকাটার স্বার্থে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা হবে। খাদ্য ও খাদ্যপণ্যে প্রতারণা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। ঠকবাজি ও মজুদদারীর বিরুদ্ধে

 কঠোর পদক্ষেপ নেয়া হবে। তিনি বাজারের ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, অন্তত পবিত্র রমজান মাসে সৎ ভাবে ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে হবে। 

সুবল চাকমা উল্লেখ করেন, বাজারে অসহনীয় যানজট নিরসনে ট্রাফিক ইন্সপেক্টরের নেতৃত্বে কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি বাজারের ফুটপাত দখল করে যারা ব্যবসা বা ভাড়া দিয়ে নিজস্ব স্বার্থসিদ্ধি আদায় করছে তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। 

এতে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা, ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ছৈয়দ আলাম, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুর ছিদ্দিক, জালালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রতিনিধি নুরুল আলম এমইউপি, বীর মুক্তিযোদ্ধা নুরুল আজিম, ঈদগাঁও স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল কর্মকর্তা ডাক্তার তৃণা সাহা, ঈদগাঁও ট্রাফিক ইন্সপেক্টর প্রিয়দর্শী চাকমা, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান মু মহি উদ্দিন, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, গোমাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো সহ-সংশ্লিষ্টরা।

সভা দুটিতে বিভিন্ন ক্যাটাগরির আমন্ত্রিত সদস্যরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: