নিজস্ব প্রতিবেদক: “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর ৮ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মার্চ) সকাল সাড়ে ১০ টায় তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে তাড়াশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের আয়োজনে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ কালব ব্যবস্থাপনা পরিষদের খ-অঞ্চলের ডিরেক্টর ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ওয়াজেদ আলী খাঁন।
অত্র ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপনা পরিষদের চেয়ারম্যান আইয়ুবুর রহমান রাজন এর সভাপতিত্বে পরিচালক মোছাঃ লাবনী খাতুন এর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন সেক্রেটারি মোঃ সিরাজুল হক, বিশেষ অতিথি ছিলেন ভাইস-চেয়ারম্যান মোঃ আবু হাসিম খোকন, ট্রেজারার মোঃ আব্দুস সবুর মিল্টন, পরিচালক মোঃ শাহীন আখতার, সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, সাবেক ট্রেজারার জাহাঙ্গীর আলম বাদশা, সিরাজগঞ্জ জেলার জেলা ব্যবস্থাপক জুড গমেজ, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সনজিত কর্মকার, সাবেক সদর ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন, তাড়াশ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু সাঈদ, ম্যানেজার মোঃ মুকুল হোসেন সরদার, প্রোগ্রাম অফিসার মোঃ মোজাম্মেল হক, প্রোগ্রাম এসিস্টটেন্ট আলাউদ্দিন আহম্মেদ সহ অত্র ক্রেডিট ইউনিয়নের সদস্য ও অতিথিবৃন্দ।
এসময় সমিতির আয় ও ব্যয় সহ সমিতির বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন অতিথিবৃন্দ। শেষে নিয়মিত সর্বোচ্চ শেয়ার, সঞ্চয় ও ঋণ ফেরত প্রদানকারী এবং উপস্থিত সদস্যদের মধ্যে লটারির মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
0 coment rios: