এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- "সুখে ভরবে আগামীর দিন, পেনশন হবে সর্বজনীন" স্লোগানে প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে দিনাজপুরের বিরামপুর উপজেলায় সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন হেল্প ডেক্স এর কার্যক্রম পরিদর্শনে আসেন, দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (তথ্য ও আইসিটি) নুরে আলম সিদ্দিকী।
বুধবার (১৩ ই মার্চ) সকালে বিরামপুর উপজেলার ১ নং মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সর্বজনীন পেনশন স্কিম নিবন্ধন হেল্প ডেক্স এর কার্যক্রম পরিদর্শন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (তথ্য ও আইসিটি) নুরে আলম সিদ্দিকী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও ইউপি সদস্যগণ ও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ ও সংবাদকর্মীরা।
এরপরে সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন সম্পর্কে সর্বস্তরের মানুষের মাঝে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন। বিরামপুর উপজেলা চত্বরে দিনভর সর্বজনীন পেনশন স্কিম নিবন্ধন হেল্প ডেক্স এর কার্যক্রম চলমান রয়েছে, এখানে বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ সর্বজনীন পেনশন স্কিম নিবন্ধনে অংশগ্রহণ করছে।
0 coment rios: