শনিবার, ৩০ মার্চ, ২০২৪

কানাইঘাটে যুবলীগ নেতা মোমিন সংবর্ধিত

কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাট উপজেলা যুবলীগের অন্যতম নেতা,বিশিষ্ট ব্যবসায়ী যুবনেতা আব্দুল্লাহ আল মোমিন এর সংক্ষিপ্ত সফরে কানাডা গমণ উপলক্ষ্যে গতকাল (২৯/৩/২০২৪) স্থানীয় ইউনিক কমিউনিটি সেন্টারে এক বর্নাঢ্য সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট উপজেলা ও পৌর যুবলীগ। উপজেলা যুবলীগের অন্যতম নেতা আবু ইসহাক পান্নার সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা আসাদ উদ্দিনের পরিচালনায় অনুষ্টিত এই সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি জননেতা জামাল উদ্দিন।অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সিলেট জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য এডভোকেট ফখরুল ইসলাম,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য এডভোকেট আব্দুল খালিক,শাবিপ্রবি কলেজ পরিদর্শক এম তাজিম উদ্দিন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক রিংকু চক্রবর্তী,নাজমুল ইসলাম হারুন,সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাব উদ্দিন,সাংস্কৃতিক সম্পাদক চিত্রশিল্পী ভানু লাল দাস,সংবর্ধিত ব্যাক্তিত্ব যুবনেতা আব্দুল্লাহ আল মোমিন,সাবেক ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক খাজা শামীম আহমদ এবং শিক্ষক, কবি ও কলামিস্ট মিলন কান্তি দাস।


অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি কেএইচএম আব্দুল্লাহ,উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি হাজী শরীফ উদ্দিন,উপজেলা আওয়ামীলীগ নেতা আজমল আহমদ,সিলেট জজ কোর্টের এপিপি এডভোকেট আবু সিদ্দিক, ইসলাম উদ্দিন,পৌর কাউন্সিলর বিলাল উদ্দিন,কাউন্সিলর জমির উদ্দিন, কাউন্সিলর শাহাব উদ্দিন চৌধুরী,শিক্ষক নেতা মাস্টার আজির উদ্দিন,সড়কের বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ চৌধুরী রুহিন,পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাসুম আহমদ, উপজেলা কৃষকলীগ সাধারন সম্পাদক হারিছ উদ্দিন,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মারওয়ানুল করিম,পৌর ছাত্রলীগ সভাপতি এম হারিছ উদ্দিন।


অনুষ্টানে যু্বলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা ফরিদ উদ্দিন,মোঃ ইয়াইয়া,জসিম উদ্দিন,জিয়া উদ্দিন,জালাল উদ্দিন,ইমরান আহমদ কামরান,সাবেক জেলা ছাত্রলীগ নেতা আহমেদুল কবির মান্না,সাবেক মহানগর ছাত্রলীগ নেতা মামুন রশীদ রাজু,উপজেলা ছাত্রলীগ সহসভাপতি রেজওয়ান এইচ মিনু,রুবেল আহমদ সাগর,তপন কুমার দাস,প্রবাসী ছাত্রলীগ নেতা ফজল আহমদ প্রমুখ।


সংবর্ধনা অনুষ্টানে আগত সকল বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে যুবনেতা আব্দুল্লাহ আল মোমিনের রাজনৈতিক মেধা,প্রজ্ঞা ও দুরদর্শিতার ভূয়সী প্রশংসা করেন।


সংবর্ধিত ব্যাক্তিত্ব যুবনেতা আব্দুল্লাহ আল মোমিন বলেন,"বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্টার সংগ্রামে আমাদেরকে বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার রাষ্ট্র পরিচালনার দর্শনকে জনগণের দোয়ারে দোয়ারে পৌছিয়ে দিতে হবে।জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রযাত্রার ভিশনকে ব্যাপকভাবে প্রচার করতে যুবলীগের সকল নেতাকর্মীকে একযোগে কাজ করতে হবে। যুবনেতা মোমিন তার বক্তব্যে আরো বলেন,"আজ যুবলীগ নেতাকর্মীসহ দলীয় অঙ্গ সংগঠন তথা কানাইঘাটবাসীর ভালোবাসায় আমি সিক্ত।কানাইঘাটের গণমানুষের সেবায় আমার আমৃত্যু কর্মপ্রচেষ্টা অব্যাহত থাকবে ইণশাআল্লাহ।


সবশেষে আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন,ব্যবসায়ী সমিতি সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যুবনেতা আব্দুল্লাহ আল মোমিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: