এম এস সজীবঃ বরগুনায় ০৪ মার্চ ২০২৪ সোমবার বরগুনা জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ডিবি পুলিশ ইনচার্জ (ওসি) বশির আলমের নেতৃত্বে এস আই বশির আহম্মেদ, এ এস আই রুবেল ও সঙ্গীয় ফোর্স প্রিন্স, সবুজ, আলামিন, তানভীর একটি টিম বনী আমিন ও জসিমকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেন।
এস আই বশির আহম্মেদ জানান, ৯নং ইউপি ৮ নং ওয়ার্ডের ছোট বালিয়াতলী থেকে বনী আমিনকে ২ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ তার বাড়ির সামনের রাস্তা থেকে ০৩.৩০ মিনিটের সময় এবং এছাড়াও ৭ নং ওয়ার্ডের আমলকী থেকে জসিমকে ২৫০ গ্রাম গাঁজাসহ শাহজাহান মেম্বার এর বাড়ির ওঠান থেকে ০৫.৪৫ মিনিটের সময় গ্রেপ্তার করেন।
বরগুনা জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ (ওসি) বশির আলম জানান, মাদকের চালান কারবার করার সময় উভয়কে গ্রেপ্তার করেন। বনী আমিন ঢাকায় বিভিন্নস্থানে মাদকের ব্যবসা পরিচালনা করেন। আটককৃত মাদক কারবারি দ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বরগুনা জেলায় মাদক নির্মূলে এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করছি।
বরগুনা জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত বরগুনা জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ।
0 coment rios: