এস এম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জীবননগর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে জনাব এস.এম. জাবীদ হাসান, অফিসার ইনচার্জ, জীবননগর থানার নেতৃত্বে এসআই(নি:) মোঃ ফিরোজ হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ ০২.০৩.২০২৪ খ্রি: ভোর ০৫:১৫ ঘটিকায় জীবননগর থানাধীন সন্তোষপুর গ্রামস্থ ভৈরব নদীর উপর নির্মিত ব্রীজের পশ্চিম পার্শ্বে অনুমান ১০ গজ পশ্চিমে পাকা রাস্তার উপর হতে পলাতক আসামী ১। মোঃ রাসেল (২৫), পিং-মৃত কবির হোসেন, সাং- রাজাপুর, ২। মোঃ সুমন হোসেন (৩২), পিং-মোঃ ফারুক হোসেন, সাং-গয়েশপুর, উভয় থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গাদ্বয়ের ফেলে যাওয়া (i) ৩৬ বোতল ফেন্সিডিল, (ii) একটি কালো রংয়ের রেজিষ্ট্রেশন বিহীন Honda Shine SP ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করেন।
পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
0 coment rios: