সোমবার, ১৮ মার্চ, ২০২৪

ভোলায় এতিমখানার ইয়াতিম শিশুদের সাথে ইফতার করে আবারো প্রশংসায় ভাসছেন এসপি মাহিদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক,ভোলা: তীব্র শীত প্রবাহে গভীর রাতে ছিন্নমূল মানুষের পাশে থেকে অসহায়-দুস্থদের বাড়িতে গিয়ে গিয়ে কম্বল বিতরণ করে প্রশংসা ও আলোচনায় এসেছিলেন ভোলার বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম।

ফের আবারো পবিত্র মাহে রমজানে এতিমখানার ইয়াতিম শিশুদের সাথে এক সাথে ইফতার করে আলোচনায় এসে সকলের প্রশংসায় ভাসছেন তিনি।

রবিবার (১৭ মার্চ ২০২৪) পশ্চিম চরনোয়াবাদ খেয়াঘাট সড়কের আবূবকর সিদ্দীক (রাঃ) ইসলামিয়া  বহুমূখী মাদরাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় ভোলা জেলার পুলিশ সুপারের উদ্যোগে অত্র মাদ্রাসার এতিম শিশুদের জন্য  ইফতার এ আয়োজন করা হয়। 

এসময় ভোলা জেলার পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম মাদ্রাসার সকল ইয়াতিম শিশুদের খোঁজ নেন এবং তাদের সুবিধা অসুবিধা সম্পর্কে শুনেন।পবিত্র রমজান মাসে অত্র  মাদ্রাসার কমিটির সদস্য ও শিক্ষকদের শিশুদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার তাগিদ দেন এবং যেকোনো প্রয়োজনে পুলিশ সুপারের সাথে যোগাযোগ করার জন্য বলেন। পরবর্তীতে  তিনি ইয়াতিম শিশুদের সাথে দোয়া ও মুনাজাত এ অংশগ্রহণ করেন এবং ইয়াতিম শিশুদের নিজ হাতে ইফতার বণ্টন করেন এবং তাদের সাথে ইফতার করেন।

এ সময় উপস্থিত ছিলেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) আছাদুজ্জামান,ভোলা সদর মডেল থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া,ডিআইও-১ জেলা বিশেষ শাখা,ভোলাসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: