সুজন আলী, রানীশংকৈল প্রতিনিধি: সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো' এই প্রতিপাদ্যকে সামনে রেখে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নানা আয়োজনে জাতীয় ভোটার দিবস ২০২৪ পালিত হয়েছে।
২মার্চ (শনিবার) জাতীয় ভোটার দিবস উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা নুর-ই-আলম, বীর মুক্তিযোদ্ধা হবিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
এছাড়াও যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, সহকারী নির্বাচন কর্মকর্তা আনাম আহমেদ, সহকারী শিক্ষা কর্মকর্তা বেলালউদ্দিন, নির্বাচন অফিসের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক- শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
0 coment rios: