ইকবাল হোসেন, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ ''স্মার্ট পুলিশ স্মার্ট দেশ'' শান্তি প্রগতির বাংলাদেশ" এই স্লোগানকে ধারণ করে, ভোলার বোরহানউদ্দিনে রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সম্মানে বোরহানউদ্দিন থানা পুলিশের আয়োজনে পুলিশ বিট পুলিশিং সভা, আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার (২৭ মার্চ) সন্ধ্যায় বোরহানউদ্দিন থানায় মনোরম পরিবেশে এ ইফতার পার্টির আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভোলা জেলার পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম।
ইফতার মাহফিল অনুষ্ঠানে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিন ফকির বিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রাসেল আহমদ মিয়া, বোরহানউদ্দিন উপজেলার নির্বাহীকর্মকর্তা মোঃ রায়হান উজ্জামান ,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পৌরসভার কমিশনার সহ স্থানীয় গন্যমান্যব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।
0 coment rios: