মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযানে ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। রোববার এ ঘটনায় সদর থানার এসআই (নি:) মো: আল-আমিন সরকার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার বিবরনে জানা যায়, ভোর রাতে সদর থানা পুলিশের একটি টিম শহরের সত্যপীর ব্রীজে অবস্থান করছিল। এ টিমের সদস্যরা গোপন সংবাদ পান যে, পৌর শহরের মুন্সিপাড়া এলাকায় মাদকদ্রব্য কেনা-বেচা চলছে। পরক্ষনেই পুলিশের টিমটি ঘটনাস্থলে পৌছালে তাদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন যুবক পালানোর চেষ্টা করে। এ সময় ওই মহল্লার মো: তহিদুল ইসলামের ছেলে মো: সাব্বির হোসেন (২১), পাশ্ববর্তী আশ্রমপাড়া মহল্লার মো: মনিরুল ইসলামের ছেলে মো: মুরাদ ওরফে তাসিন (২০) ও পঞ্চগড় জেলার তিতো পাড়া গ্রামের মৃত মঞ্জুর ছেলে মো: মারুফ (১৯) কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২১পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়। রোববার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরন করা হয়।
সোমবার, ২৫ মার্চ, ২০২৪
Author: Dhaka71
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
0 coment rios: