বিলালুর রহমান সিলেট জেলা প্রতিনিধি : সম্প্রতি সময়ে সিলেট-তামাবিল জাফলং মহাসড়কে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলীর পুত্র ফয়সাল রেজ, সৈয়দ শিহাব ও সৈয়দ পাবেল নামে ৩ জন তরুন নিহত হন, ১৯ জানুয়ায়ি জুবায়ের সুমন, তমাল, নেহাল সহ আরও ৪ জন ছাত্রলীগ কর্মী মারা যান, দরবস্তে সড়ক দুঘর্টনায় স্থানীয় ৫ জন লোক মৃত্যুবরণ করেন।
এছাড়া সিলেট তামাবিল মহাসড়কে ঘন ঘন সড়ক দুর্টনায় আরও অনেকেই নিহত হয়েছেন। এসকল নিহতদের স্মরণে তাদের রুহের মাগফেরাত কামনা করে এবং সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের উদ্যাগে আসামপাড়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে কোরআন খতম ও বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
১০ মার্চ রোববার বাদ জোহর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আসামপাড়া ট্রাক চালক সমিতি, ছিন্নমূল মিনি ষ্টোন ক্রাশার মালিক সমিতি, ফেলুডার মালিক সমিতি, ট্রান্সপোর্ট মালিক সমিতি সহ স্থানীয় বিভিন্ন ব্যক্তি ও সংগঠন এই দোয়া মাহফিল আয়োজন করেন।
দোয়া মাহফিলে সিলেট তামাবিল-জাফলং মহাসড়কে সড়ক দুঘর্টনা রোধকল্পে ট্রাক চালক শ্রমিকদের মধ্যে দক্ষতা বৃদ্ধি ও জনগণের মাঝে জনসচেতনতার বিষয়ে গুরুত্ব প্রদান করা হয়। সড়কে শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি,গণমাধ্যম কর্মী সহ সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন
জামিয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস কানাইঘাট মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষিপুরী হাফিজাহুমুল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, প্রবীণ মুরব্বী সৈয়দ আব্দুন নুর মেম্বার, সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল, পবিবহন শ্রমিক ইউনিয়নের প্রবীন মুরব্বি মহসিন আহমদ, ব্যবসায়ী মোস্তাক আহমদ চৌধুরী, জৈন্তাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম চৌধুরী, জৈন্তাপুর ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন উপ-কমিটির আহবায়ক সাইফুল ইসলাম, জৈন্তাপুর প্রেসসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান, অর্থ সম্পাদক মীর মো: শোয়েব আহমদ, এশিয়ান টেলিভিশনের জৈন্তাপুর প্রতিনিধি ইউসুফুর রহমান, দৈনিক ভোরের কাগজ পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি সাইফুল ইসলাম বাবু, সিলেট জেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন, জাফলং ট্রাক চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, জৈন্তাপুর ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন উপ-কমিটির সাবেক সভাপতি নূরুল হক নুর মিয়া, আজিজুর রহমান পাখি, সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি ইদন মিয়া, সাধারণ সম্পাদক জামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ ,পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ সমাজের গন্যমান্য ব্যক্তিগণ বিশেষ এই দোয়া মাহফিলে অংশগ্রহন করেন।
0 coment rios: