রায়হান জোমাদ্দার স্টাফ রিপোর্টার: ঝালকাঠির নলছিটিতে দোল পূর্ণিমা তিথি উপলক্ষে ৬ দিন ব্যপী শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের ২৯ তম শ্রীগুরু সঙ্ঘের উৎসব।
নলছিটির হরিসভা মন্দির প্রাঙ্গনে শ্রীগুরু সংঘ নলছিটি শাখার উদ্যোগে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২০ মার্চ বুধবার থেকে ২৫ মার্চ সোমবার পর্যন্ত চলবে এই অনুষ্ঠান।
তপন কুমার সেনের সভাপতিত্বে সংঘের সদস্য সুদেব কুমার দাসের তত্ত্বাবধানে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে
ধর্ম আলোচনা সভায় মিলিত হন। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শ্রীগুরু সংঘের সাধারন সম্পাদক অমল চন্দ্র কর্মকার, উপজেলা পূজা উদযাপন সভাপতি জনারধন দাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভপতি প্রান্তিক দাস পুটু, কৃষ্ণ লাল চক্রবর্তী, পরেশ চন্দ্র দাস, অশোক কর্মকার, বাসুদেব নন্দি, বাবুল দত্ত মন্টু মালাকার প্রমূখ।
রাত ১০ টায় তারকব্রক্ষ মহানাম যজ্ঞের শুভ অধিবাসের ঘোষনা করা হয়। আগামী ২৫ মার্চ সোমবার দুপুরে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে ৬ দিন ব্যাপী এই তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান শেষ হবে।
0 coment rios: