শনিবার, ৯ মার্চ, ২০২৪

মেয়র পদে তৃতীয়বারে বিজয় পেলেন মতিয়ার রহমান

 


এমএস সজীবঃ বরগুনার আমতলী পৌরসভার নির্বাচনে মেয়রপদে নির্বাচিত হয়েছেন মোবাইল প্রতীকের প্রার্থী মতিয়ার রহমান। এ নিয়ে তিনি পর পর তিনবার আমতলী পৌরসভার মেয়র নির্বাচিত হলেন।

শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। পরে ভোটের ফল প্রকাশ করে নির্বাচন অফিস।

হাড্ডাহাড্ডি লড়াইয়ে আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান ৬ হাজার ৫২৫ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র ও আমতলী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজমুল আহসান খান নান্নু হ্যাঙ্গার প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৫৮৯ ভোট।

এছাড়াও আব্দুল্লাহ আল মামুন ১৫২ টি, মোঃ জিল্লুর রহমান ৮১ টি, কামাল মৃধা ৬০ টি, জহিরুল ইসলাম খোকন ৫২টি, আবুল কালাম আজাদ ৪২টি, নুসরাত জাহান ২৭টি, মুহা ইফতেখকর হাসান ২৪ টি ভোট পেয়েছেন।

এ পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা জেলা নির্বাচন অফিসার, বরগুনা মো. আবদুল হাই আল হাদী এ ফলাফল ঘোষণা করেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: