সুজন আলী, রানীশংকৈল প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে ট্রাক্টরচাপায় আব্দুস সামাদ (১২) নামে চতুর্থ শ্রেণীর এক ছাত্র মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ মার্চ) বিকাল ৫টার দিকে উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের শিহিপুর-হলদিবাড়ি সড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সামাদ উপজেলার হলদিবাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে হলদিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালে আব্দুস সামাদ শিহিপুর বাজার থেকে ইফতার সামগ্রী কিনে বাইসাইকেল যোগে বাড়ি যাচ্ছিল, অপরদিক থেকে আসা একটি বালু ভর্তি ট্রাক্টর এসে তাকে ধাক্কা দিলে সে রাস্তার উপর পড়ে যাই এবং সেই ট্রাক্টর এর চাকার চাপায় ঘটনা স্থলে তার মৃত্যু হয়।
এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক্টর টি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
0 coment rios: