খলিলুর রহমান,সাতক্ষীরা : সাতক্ষীরায় পিতা-মাতার ভরণপোষণ না দেয়ায় ছেলে উৎপল সাহাকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় পাটকেলঘাটা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উৎপল সাহা তালা উপজেলার মাগুরা ইউনিয়নের দিনবন্ধু সাহার ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে , বেশকিছু দিন আগে পিতা-মাতার কাছে সম্পত্তি দাবি করে আসছিল উৎপল সাহা। কথা না শোনার কারণে সে তার বৃদ্ধ বাবা-মায়ের ভরণপোষণ সহ শারীরিক ও মানসিক নির্যাতন করে। নিজের সন্তানের এই নির্যাতন সইতে না পেরে পিতা পাটকেলঘাটা থানায় একটি মামলা করেন। এরপর ওই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করে ভোরের কাগজকে জানান, বাবা-মায়ের ভরণপোষণ করতে অস্বীকৃতির অপরাধে উৎপল সাহা (৪২) কে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় বাবার মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
0 coment rios: