নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)'র আওতায় 'জনগণের কথা' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) পবা উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত। এসময় মুখ্য আলোচক হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন, সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. নিজামুল কবীর। অনুষ্ঠানে শুরুতে সরকারের উন্নয়ন কর্মকান্ডের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনী করা হয়েছে। স্বাগত বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিস রাজশাহীর পরিচালক মোহা. ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে জেলা তথ্য অফিস রাজশাহীর উপ-পরিচালক নাফেয়ালা নাসরিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম ও ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খাঁন, সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, উপজেলা প্রকৌশলী মুকবুল হোসেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. সুব্রত কুমার সরকার।
উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাসির, দামকুড়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার হাইউল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তন্ময় কুমার সরকার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাহিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান রাসেল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার সুলতানুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম ফজলুল হক, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা গোলাম ফারুক, উপজেলা রির্সোস সেন্টার (ইউআরসি) ইন্সট্রাক্টর রেহেনা আকতার, উপজেলা সহকারী প্রোগ্রামার শহিদুল ইসলাম শহিদ ও ইউআইটিআরসিই ইসমোতারা খাতুন, উপজেলা পল্লী জীবিকায়ন প্রকল্প কর্মকর্তা নজরুল ইসলাম সহ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, জেলা তথ্য অফিস এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
0 coment rios: