সুজন আলী, রানীশংকৈল প্রতিনিধি:‘করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। শুক্রবার (০১মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবস পালন করা হয়।
পরে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের এজিএম আবু সাঈদ, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের অফিস ইনচার্জ আব্দুল খালেক, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার আসাদ, সোনালি লাইফ ইন্স্যুরেন্সের ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট করিম।
এসময় উপস্থিত ছিলেন- প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের অফিস ইনচার্জ শামিম সরকার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার লেমন সরকার, সোনালি লাইফ ইন্স্যুরেন্সের এডি এম আঃ মান্নান প্রমুখ।
এছাড়াও বিভিন্ন বীমা কোম্পানির কর্মকর্তা কর্মচারীরা সহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
0 coment rios: