বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

সাকিবকে হারিয়ে ফাইনালে তামিমের বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কোয়ালিফাইয়ার ম্যাচে রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারিয়েছে তামিম ইকবালের দল। দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসের মুখোমুখি হবে বরিশাল।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দ্বিতীয় কোয়ালিফায়ারে ৭ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স। জবাবে ১৮.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫২ রান তুলে নেয় বরিশাল।

১৫০ রান তাড়া করতে নেমে ২১ রানে সাজঘরে ফিরে যান তামিম ইকবাল। ২ চারের সাহায্যে ব্যক্তিগত ১০ রানে আউট হন বরিশাল অধিনায়ক। ২ বলের ব্যবধানে আরেক ওপেনার মেহেদী হাসান মিরাজকেও ফেরান আবু হায়দার রনি। এরপর অবশ্য মুশফিক-সৌম্যর ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বরিশাল। দু'জনের ৪৭ রানের জুটিতে জয়ের পথে থাকে তামিম বাহিনী। মোহাম্মদ নবীর শিকার হয়ে ২২ রানে আউট হন সৌম্য।

চতুর্থ জুটিতে মুশফিককে সঙ্গে নিয়ে চার-ছক্কার ফুলঝুরি ছোটান কাইল মেয়ার্স। মাত্র ২৭ বলে ৫০ রান যোগ করেন দুজনে। মাত্র ১৫ বলে ৩ ছক্কা ও এক চারে ২৮ রান করেন ক্যারিবীয় অলরাউন্ডার। বাকি পথটুকু ডেভিড মিলারকে নিয়ে দারুণভাবে পাড়ি দেন মুশফিকুর রহিম। এই দুইয়ের ব্যাটে চড়েই ৬ উইকেটের রোমাঞ্চকর জয় পায় বরিশাল। অভিজ্ঞ মুশফিকুর রহিম অপরাজিত ছিলেন ৪৭ রানে। ডেভিড মিলার ১৮ বলে ২২ রান করেন।

এর আগে ব্যাটিং করতে নেমে ১৮ রানের মধ্যে ৩ উইকেট হারায় রংপুর। মোহাম্মদ সাইফউদ্দিনের তাণ্ডবে একই ওভারে ফিরে যান শেখ মেহেদী ও সাকিব আল হাসান। এরপর একে একে হারায় ৭ উইকেট। ৭৭ রানের মধ্যে ৭ উইকেট হারানো রংপুরকে স্বস্তি এনে দেন শামীম পাটোয়ারী। তার অনবদ্য ফিনিশিংয়ে রংপুর পায় ১৪৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ। ২০ বলে ঝোড়ো ফিফটি পাওয়া শামীম শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫৯ রানে। মাত্র ২৪ বলে সমান ৫ চার ও ছক্কায় ৫৯ রানের ক্যামিও খেলেন রাইডার্স তারকা।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: