বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

চুয়াডাঙ্গার আমডাঙ্গা উপজেলায় চিকিৎসক ও নার্স না থাকায় দুই ক্লিনিকে জরিমানা

 

এস এম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা অফিস:চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দুই ক্লিনিক মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। (২৯ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা দাস এ অভিযান চালান।

অভিযানে ফিরোজ ক্লিনিকের মালিককে ২৫ হাজার টাকা ও আল-মদিনা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা দাস বলেন, সার্বক্ষণিক চিকিৎসক ও নার্স ছাড়া একটি ক্লিনিক চালানোর অভিযোগে মালিকের ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। মালিক জরিমানার টাকা সঙ্গে সঙ্গে পরিশোধ করে দেন।

এর আগে ভ্রাম্যমাণ আদালত কালিদাসপুর ব্রিজ মোড় এলাকায় আল-মদিনা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তাদের একই অভিযোগে ২০ হাজার টাকা করে জরিমানা করেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: