মেহেরপুর প্রতিনিধি: মুজিবনগরে মহিলা প্রার্থনা বিষয়ক নেতৃত্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে মুজিবনগর উপজেলার বল্লভপুরে ইম্মানুয়েল চার্চে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ওয়েক আপ দবোরা প্রার্থনা মুভমেন্ট আয়োজিত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ডায়োসিস বিশপ হেমেন হালদার।
বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন,বি ওয়াই এফসি প্রোগ্রাম ম্যানেজার জন অমৃত মণ্ডল,হেড অব চিলড্রেনস হোম, বি ওয়াই এফসি মিসেসঃ ন্যান্সি বিপাসা।
এছাড়াও এসময় কো-অডিনেট ওয়েক-আপ দবোরা মিসেসঃ জুলিয়েট অনিতা সরকার,চার্চ অব বাংলাদেশ কনভেনর উইমেন্স ফেলোশিপ মিসেস: জেসিকা সুপর্ণা হালদার,বায়েন টিম লিডার বি ওয়াই এফসি চেলসি সিমু প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ১শত ১০ জন মায়ের উপস্থিত ছিলেন।
0 coment rios: