মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

চিকনাগুলে মাস্টার রওশন ক্রিকেট টুর্নামেন্ট-এর লগো উন্মোচন

বিলালুর রহমান সিলেট জেলা প্রতিনিধি :ঘাটেরচটি ঠাকুরের মাটি যুব সমাজের আয়োজনে ৬ষ্ট মাস্টার রওশন ক্রিকেট টুর্নামেন্ট এর লগো উন্মোচন ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,জৈন্তাপুরের ফুটবল টিম দেশসেরা হয়ে প্রধান মন্ত্রীর কাছ থেকে  পুরস্কার গ্রহন করেছে। জেলা বিভাগ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে, এটা জৈন্তাপুর বাসীর জন্য গৌরব। 

চিকনাগুল অঞ্চল থেকে ভালো খেলোয়াড় সৃষ্টি হয়ে জৈন্তাবাসী কে গর্বিত করবেন। আমরা আশাবাদী ক্রিকেট খেলায় এগিয়ে যাবে জৈন্তাপুর। তরুণ প্রজন্ম যত বেশি খেলাধুলায় অংশ নেবে ততটাই তাদের মনমানসিকতা আরো ভালো হবে। 

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) উপজেলার জৈন্তিয়া গেইটস্থ আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন মাঠে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মইনুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।

এসময় উপস্থিত ছিলেন চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, সাবেক চেয়ারম্যান আমিনুর রশিদ, দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার, টুর্নামেন্টের উপদেষ্টা হাফেজ আব্দুল মুছাব্বির ফরিদ,জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য বাদশাহ মিয়া, সোহেল রানা, জৈন্তাপুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শাহজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সোনার বেগম, চিকনাগুল ইউপি সদস্য অহিদুর রহমান, শরিফুল ইসলাম ,সমাজসেবী লাল মিয়া, প্রবাসী শেখ রাদেক আহমেদ, জামাল আহমেদ,  আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম মঞ্জুর, কামাল আহমদ,জমির আহমেদ, বাশীর আলী, নূরউদ্দিন, শহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, কয়েছ আহমেদ, আবু হুরায়রা।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: