জাকির হোসেন সুমন , ব্যাুরো প্রধান ইউরোপ: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভেনিস বাংলা স্কুলের শিক্ষার্থীদের নিশে অস্থায়ী শহীদ মিনারে পুস্প অর্পন মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় । দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে স্কুল কতৃপক্ষ। সে সময় প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণর করা হয় । স্কুলের সাধারন সম্পাদক সোহেলা আক্তার বিপ্লবীর উপস্থাপনায় শুরুতে কুরআন থেকে তিলাওয়াত , জাতীয় সংগীত এবং
একুশের গান’ (আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কী ভুলিতে পারি) পরিবেশন করেন উপস্হিত সকলে। এ সময় স্কুলের প্রধান শিক্ষিকা নাসরিন আক্তারের বিদায় ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা দিলরুবা জামানকে প্রধান শিক্ষিকা হিসাবে বরণ করে নেন। নাসরিন আক্তার ১৭ বছর এই স্কুলের কর্মরত ছিলেন। অনুষ্ঠানে স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরোয়ারের সভাপতিত্বে - উপস্থিত ছিলেন উপদেষ্টা আরফান মাস্টার, সহ - সভাপতি নাসির উদ্দিন পান্না, সাধারন সম্পাদক সোহেলা আক্তার বিপ্লবী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্লা সোহেল, সদস্য ফকরুল চৌধুরী, অর্থ সম্পাদক সহিদুল ইসলাম সুজন, মহিলা সম্পাদিকা সুরাইয়া আক্তার, প্রধান শিক্ষিকা দিলরুবা জামান, শিক্ষিকা মেহেরুন নেছা মলি,শিক্ষিকা কাজল, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, সদস্য সুমন সরকার, ক্রীড়া সম্পাদক নূরে আলম,অভিভাবক বৃন্দ সহ আরো উপস্থিত ছিলেন ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সভাপতি জাকির হোসেন সুমন ।ভাষা শহীদদের স্বরণে ১ মিনিট নীরবতা পালন করার পর স্কুল কক্ষে নির্মিত অস্হায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সে সময় স্কুল কতৃপক্ষ ছাড়া ও ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালি ও ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন এর নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পন করেন ।
0 coment rios: