শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

লালমোহনে ইলিশের অভয়াশ্রম এলাকায় জনসচেতনতা সভা

মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যেন্নয়নে সফলতার সাথে কাজ করছেন। দেশের খেটে খাওয়া জেলে সম্প্রদায়ের প্রাপ্য সুযোগ সুবিধা নিশ্চিতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের অবদান অপরিসীম বলে মন্তব্য করেছেন ভোলা-০৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। শনিবার (২৪ফেব্রুয়ারী ) বিকেলে মৎস্য অধিদপ্তরের আয়োজনে ভোলার লালমোহন উপজেলার বাতিরখাল মাছ ঘাটে ২০২৩- ২০২৪ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশের অভয়াশ্রম সংলগ্ন এলাকায় জনসচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন। 

 উপজেলা নির্বাহি অফিসার মোঃ তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ,জেলা মৎস্য কর্মকর্তা মো:আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন,উপজেলা মৎস্য অফিসার মো. আলী আহমদ আখন্দ,  সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. তানভীর আহমেদ, প্রমুখ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: