কক্সবাজারের চকরিয়ায় লাইসেন্স বিহীন ৩টি হাসপাতাল ও ২টি ল্যাবকে সিলগালা করল উপজেলা স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইনর্চাজ ডাঃ শোভন দত্ত ও কর্মকর্তাবৃন্দরা। অভিযানের বিষয়টি নিশ্চিত করে ডাঃ শোভন দত্ত জানান,স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক লাইসেন্স বিহীন হাসপাতাল এবং ল্যাব বন্ধে চকরিয়া স্বাস্থ্য বিভাগ কতৃক অভিযানটি পরিচালিত করি।
সরকারি কোন অনুমোদন না থাকায়,৩টি হাসপাতাল অর্থাৎ বরইতলি আন-নুর হাসপাতাল,ডুলহাজারা আছিয়া মেমোরিয়াল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ও চৌয়ারপাড়ি ডায়াগনস্টিক সেন্টার সহ ল্যাব ২টি হলো-খুটাখালী ল্যাব ও খুটাখালী ডক্টরস ল্যাব গুলোকে সিলগালা করা হয়েছে।পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোন প্রতিষ্ঠান খুললে,তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ কর্মকর্তা।
0 coment rios: