জাকির হোসেন সুমন , ব্যাুরো প্রধান ইউরোপ : অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্বের প্রায় ৮০টি দেশের রাষ্ট্রদূত ও দূতাবাসের প্রতিনিধিগণ
সহ জাতিসংঘের একাধিক সংগঠনের শীর্ষ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত জাতিসংঘ অফিসে বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন ভিয়েনা এবং জাতিসংঘ যৌথভাবে অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে। এখানে উল্লেখ্য যে,বিগত বছর গুলোতে বাংলাদেশ দূতাবাসের একক উদ্যোগে অনুষ্ঠিত হয়ে আসছিল। এবার জাতিসংঘের সরাসরি সংশ্লিষ্টতা থাকায় প্রবাসী বাংলাদেশী সহ বিভিন্ন দেশের বিপুল সংখ্যক শীর্ষ কূটনৈতিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম কয়েকটি দেশের রাষ্ট্রদূতকে নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। তারপর অস্ট্রিয়া আওয়ামীলীগের পক্ষে
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ভিয়েনায় বসবাসকারী অল ইউরোপিয়ান আওয়ামীলীগের সভাপতি এম নজরুল ইসলাম ও অস্ট্রিয়া আওয়ামীলীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম , এই সময় সাধারণ সম্পাদক মিজানুর রহমান শ্যামল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন
ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন (EBJA) এর পক্ষে সংগঠনটির অস্ট্রিয়া সদস্য বীর মুক্তিযোদ্ধা ও ইউরো বাংলা টাইমস এর সম্পাদক কবির আহমেদ। এই সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আনিসুজ্জামান, সাধারণ সম্পাদক মীর সালাউদ্দিন তরুণ ,
বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রিয়ার সভাপতি রবিন মোহাম্মদ আলী।পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানের পর বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ জাতিসংঘ প্রতিনিধিগণের সংক্ষিপ্ত বক্তব্যের অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতিসংঘ অফিসের শীর্ষ কর্মকর্তা। তাকে সহযোগিতা করেন বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের কাউন্সিলর তারাজুল ইসলাম এবং কাউন্সিলর । পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানের পর অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামের সংক্ষিপ্ত বক্তব্যের পর জাতিসংঘ অফিসে অস্ট্রিয়ান প্রতিনিধি সহ একাধিক রাষ্ট্রদূত সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তাদের বক্তব্যের পর বাংলাদেশ ,ভারত, শ্রীলঙ্কা সহ বেশ কয়েকটি দেশের শিল্পীরা তাদের নিজ নিজ দেশের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির দুই কিশোরী নামিরা ও পলিন একটি গীতিনৃত্য পরিবেশন করে।
0 coment rios: