রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

ঠাকুরগাঁওয়ে ১ ঘন্টার মধ্যে চুরি যাওয়া চার্জার ভ্যান উদ্ধার, চক্রের মূলহোতা সহ আটক -২ জন


মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ভূল্লীতে এক ঘন্টার মধ্যে চুরি যাওয়া চার্জার ভ্যান উদ্ধার করেছে  পুলিশ। এ সময় চোর চক্রের মুলহোতা সহ  ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, ১. আল আমিন ইসলাম (২০), পিতা-মোঃ আইবুল হক, গ্রাম- কায়েতপাড়া, থানা-পঞ্চগড় সদর , জেলা-পঞ্চগড় ২. মোঃ নাজমুল (২২), পিতা-মৃত হাসিবুল ইসলাম, গ্রাম-লাটুয়াপাড়া, থানা পঞ্চগড়, জেলা-পঞ্চগড়।

জানা যায়, ভূল্লী বাজারে কালাম টিন দোকানের সামনে থেকে একটি চার্জার ভ্যান চুরি হয়। পরে স্থানীয়দের সহযোগীয় অভিযান চালিয়ে দুই চোরকে আটক করা হয়।আআটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ভূল্লী থানায় মামলা রুজু করা হয়েছে। ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক সাংবাদিকদের  জানান, ঠাকুরগাঁও জেলায় যে কোন ধরনের অপরাধ দমনে পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা সবসময় প্রস্তুত। আমাদের সকল ধরনের অভিযান অব্যাহত রয়েছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: