আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ, মহান শহীদ দিবস। রাত ১২টার কয়েক মিনিট আগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথানুযায়ী প্রধানমন্ত্রী প্রথম পৌঁছান শহীদ মিনারে। কিছুক্ষণ পর পৌঁছানে রাষ্ট্রপতি। তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। এরপর তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পমাল্য অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান। রাষ্ট্রপতি বিদায় নেওয়ার পর আওয়ামী লীগ সভাপতি হিসেবে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান শেখ হাসিনা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ও হুইপবৃন্দ; জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিসভার সদস্য, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি বেসরকারি সংস্থা ও সংগঠনের প্রতিনিধিরা। ভিআইপি নিরাপত্তা বেষ্টনী তুলে নেওয়ার পর সর্বস্তরের মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান। ঢলের মতো জনস্রোত নামে গোটা এলাকায়, ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনার। জাতি আজ কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের, যারা ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতি চেয়ে গর্জে উঠেছিলেন রাজপথে। পাক স্বৈরশাসকের পেটোয়া বাহিনীর মুখোমুখি হয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন অকাতরে। তাদের আত্মত্যাগের বিনিময়ে ভাষা হিসেবে বাংলা তার যোগ্য মর্যাদা আদায় করে নেয়। ভাষা আন্দোলনের সেই সিঁড়ি বেয়ে ১৯৭১ সালে বাঙালি জাতি অর্জন করে মহান স্বাধীনতা।
0 coment rios: