প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ:চাঁপাইনবাবগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহীদ সার্টু কমপ্লেক্স অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী আফাজ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সামাদসহ অন্যরা।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুন।
আরও বক্তব্য রাখেন, জেলা এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত সরকার, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদ ও প্যানেল মেয়র নাজনিন ফাতেমা জিনিয়া, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তসিকুল আলমসহ অন্যরা।
স্মার্ট হবে স্থানীয় সরকার-নিশ্চিত হবে সেবার অধিকার' প্রতিপাদ্যে আলোচনা সভায় বক্তারা, সরকারের বিভিন্ন সেবা, জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দিতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান এবং বাল্যবিবাহ প্রতিরোধে ও মাদকের হাত হতে যুবসমাজ রক্ষা করতে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
0 coment rios: